April 16, 2021, 2:50 pm
নেত্রকোনা বিশেষ প্রতিনিধি,প্রান্ত চৌধুরীঃ-
করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রান্ত আপডেট ১১ মে ২০২০
পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা সর্বমোট ১৭৩০টি। আজ ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে শনাক্তকৃত ১১জন।
০১। কেন্দুয়া উপজেলায় ০৬জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ০৩জন (স্বাস্থ্যকর্মী) ও মজলিশপুর গ্রামের ০১জন।
২। বারহাট্টা উপজেলায় ০৩জন।
(তিন জনই ষ্টেশনরোড, বারহাট্টা)।
৩। মদন উপজেলায় ০১জন। ( সেন্টার, মদন)
৪। আটপাড়া উপজেলায় ০১জন।
(স্বাস্থ্য কর্মী)
আজ পর্যন্ত সর্বমোট ১৪৪৮টির রির্পোট পাওয়া গেছে।
জেলায় শনাক্তকৃত সর্বমোট ৮৫জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭জন। আজ পর্যন্ত মৃত্যু- নাই।
ঘরে থাকুন,নিরাপদ থাকুন।
সিভিল সার্জন
নেত্রকোণা।