April 11, 2021, 8:14 am
নেত্রকোনা বিশেষ প্রতিনিধি,প্রান্ত চৌধুরীঃ-
করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রান্ত আপডেট ১৩ মে ২০২০
পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা সর্বমোট ১৮৭৪টি। আজ ০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে শনাক্তকৃত ০১জন।
০১। কেন্দুয়া উপজেলায় ০১জন।
(মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামে ২৭ বছর বয়সের পুরুষ)
আজ পর্যন্ত সর্বমোট ১৫৪৩টির রির্পোট পাওয়া গেছে।
জেলায় শনাক্তকৃত সর্বমোট ৮৮জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১জন। আজ পর্যন্ত মৃত্যু- ০১জন।
ঘরে থাকুন,নিরাপদ থাকুন।
সিভিল সার্জন
নেত্রকোণা।