April 11, 2021, 7:41 am
নেত্রকোণা বিশেষ প্রতিনিধি, প্রান্ত চৌধুরী :-
নেত্রকোনা মডেল থানা এলাকায় বসবাসরত সম্মানিত এলাকাবাসীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়ীতে, দোকানে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না।
এছাড়াও এরূপ কোন বিষয় আপনাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিক মোবাইল ফোনে থানার নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
ইদানিং দেশের বিভিন্ন এলাকা হতে জানা যাচ্ছে, কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টায় নেমেছে।
নেত্রকোনা মডেল থানা-
অফিসার ইনচার্জ- 01713-373505
ডিউটি অফিসার- 01769-693128
জাতীয় জরুরি সেবা- ৯৯৯ ( ফ্রী কল)
সুত্র- নেত্রকোনা মডেল থানা।