greenbangla
- শনিবার, এপ্রিল ২৫, ২০২০ / 15 Time View
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক-২৫ এপ্রিল ২০২০: নরসিংদীর পলাশে বিভিন্ন মসজিদে উপহার সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে ঘোড়াশাল পৌর মেয়র ও কাউন্সিলর। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বালুচর পাড়া মহল্লায় ১২টি মসজিদের ৪০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। এবং এক বছরের সম্মানি ভাতার নগদ অর্থ বিতরণ করেন কাউন্সিলর মোঃ জুলহাস মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু ও মসজিদের ইমাম- মুয়াজ্জিন ও খাদেমগণ।
পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, বছরের অন্যান্য মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। অথচ আমরা এই মাসে তারাবির নামাজ পর্যন্ত পড়তে পারছিনা এই করোনা ভাইরাসের জন্য। এই ভাইরাসের চিকিৎসা হলো নিরাপদ দূরত্ব বজায় রাখা। তিনি আরও বলেন, আজ আমরা সাদাকে সাদা বলতে পারিনা। অন্যায় ও মিথ্যাকে প্রশ্রয় দেই। এসব ছাড়তে হবে। মনে রাখতে পৃথিবীতে মহান আল্লাহ তায়লা হলো সর্বশক্তিমান। যেখানে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র গুলো করোনার কাছে অসহায় হয়ে আল্লাহর কাছে মুক্তি চায়। তাই আসুন আমরা মহান আল্লাহ তায়লার কাছে ক্ষমা চেয়ে দোয়া করি এ পরিস্থিতি থেকে মুক্তি পাই। আগের মতো সবাই যেন এক সাথে তারাবির নামাজ পড়তে পারি।
Please Share This Post in Your Social Media
error: Content is protected !!