April 17, 2021, 8:12 pm
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক -০৭ মে ২০২০:
নরসিংদীর পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন এর নিজস্ব উদ্যোগে উপজেলার ৪০ জন গ্রাম পুলিশদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (০৬ মে) বিকেল ৩টায় পলাশ থানা কম্পাউন্ডে গ্রাম পুলিশদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিনসহ থানার সকল পুলিশ অফিসার।
ওসি জানান, নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মহোদয়ের নির্দেশে গ্রাম পুলিশদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশদের করোনাভাইরাস পরিস্থিতি সামাজিক দূরত্ব মেনে দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়েছে। এর আগে ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতুর উপর পুলিশ চেকপোস্ট পরিদর্শন করেন তিনি।