April 20, 2021, 8:25 am
সাব্বির হোসেন, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত লকডাউন কার্যকর, স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন স্থানীয় উপজেলা প্রশাসন।
বুধবার (৭ এপ্রিল) দুপুর থেকে পলাশ উপজেলার খানেপুর বাজার, পলাশ বাজার, ঘোড়াশাল বাজারসহ গুরত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এসময় মাস্ক পরিধান না করা ও সরকারের নির্দেশনা না মানায় ৬ মামলায় ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের মাধ্যমে সরকারি আদেশ ও আইন লঙ্ঘনের জন্য এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক পরিধান না করার জন্য এবং সরকারি নির্দেশনা অমান্যের দায়ে বিভিন্ন অপরাধীকে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের তফসিলভুক্ত বিভিন্ন আইনে পলাশ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।