April 20, 2021, 6:35 am
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান মালেক ও তার সহধর্মিনী আলহাজ¦ নীলা রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মশিউর রহমান মহারাজ ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এর দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া ও মোনাজাত করা হয়েছে। আজ বুধবার যোহরবাদ পিরোজপুর কেন্দ্রিয় জামে মসজিদে জেলা যুবলীগের আয়োজনে এ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খান সুমন, দপ্তর সম্পাদক হারুন সিকদার সহ উপস্থিত মুসল্লিবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রিয় জামে মসজিদে ইমাম মাওলানা নুরুল্লাহ।
এসময় পৌর মেয়র আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান মালেক ও তার সহধর্মিনী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য, আলহাজ্ব মশিউর রহমান মহারাজ ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এর করোনা থেকে দ্রুত সুস্থতা লাভ করে স্বাভাবিক জীবনে ফিওে আসার জন্য দোয়া করা হয় এবং দেশ ও জাতির জন্যও দোয়া করা হয়।