April 13, 2021, 7:14 pm
মোঃমমিনুল ইসলামঃচাদঁপুর ফরিদগঞ্জ উপজেলার ১২নংপশ্চিম চরদুঃখিয়া কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ি মেসা্স শাকিল ট্র্রেডার্স এর স্বত্তাধিকারী এবং ডায়মন্ড সিমেন্ট ডিলার মোঃ জাকির হোসেন উদ্যেগে অসহায় ও নিম্ন আয়ের পরিবারকে ত্রান সামগ্রী বিতরন করেছেন। বিশ্ব জুডে যখন প্রানঘাতি করোনা ভাইরাসে আতন্ক,বাংলাদেশে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে করোনা প্রতিরোধে ভিবিন্ন
রকম কর্মসূচি। সারা দেশ জুডে চলছে লক ডাউন।জরূরী বিষয় ছাডা শিক্ষাপ্রতিষ্টান সহ সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।বিপাকে পডছেন খেটে খাওয়া দিন মুজুর সহ নিম্ন আয়ের সাধারন মানুষ।সরকারি ও বেসরকারি ভাবে এই সকল মানুষদের জন্য খাদ্য সহায়তার হাত বাডিয়ে দিয়েছেন অনেকেই। তার ধারাবাহিকতায় মানবতার হাত বাডিয়ে দিলেন এই বিশিষ্ট ব্যবসায়ী। তিনি অসহায়দের মাঝে নগদ টাকা ও চাল,ডাল,আলু,লবন, ইফতারি সহ ইত্যাদি, ইউনিয়নে পরিবারের ঘরে-ঘরে ত্রান পৌছে দিয়েছি।