April 17, 2021, 9:14 pm

বরিশাল মুক্তখবর পত্রিকার ২য় দিনের আয়োজনে অসহায় ও ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : শনিবার (৯ মে) বিকেলে সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট শিল্পপতি হাসান মিয়া (চেয়ারম্যান, সালামত উল্লাহ্ রিসার্চ ফাউন্ডেশন) এর উদ্যোগে ও অঞ্চলিক জনপ্রিয় অনলাইন বরিশাল মুক্তখবর এর সার্বিক তত্ত্বাবধানে ২য় দিনে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে রুপাতলী কাঁঠালতলা পর্যন্ত অর্ধশতাধিক দু:স্থ আর অসহায় ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করা হয়। করোনা এই মহামারী অবস্থায় এবং পবিত্র মাহে রমজানে এমন একটি মানবতার কাজে বরিশাল মুক্তখবর-কে সম্পৃক্ত করায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সুব্রত বিশ্বাস সিংগাপুর প্রবাসী বিশিষ্ট শিল্পপতি জনাব হাসান মিয়া; চেয়ারম্যান, ‘সালামত উল্লাহ্ রিসার্চ ফাউন্ডেশন’-কে ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন-সাংবাদিক মো: আর. এ শুভ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ আলম, শান্ত ও নাছির সহ আরোও অনেকেই।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!