September 23, 2021, 2:48 am

News Headline :
নোয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নৌকার পক্ষে ভোট করায় হামলার অভিযোগ, আহত-৫ চাটখিলে টাকা হারালেন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা ছিনতাইকালে গ্রেফতার-২ দিনাজপুরে ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন দিনাজপুরে নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু দিনাজপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফট ও জেলা লিগ্যাল এইড অফিসে মাতৃদুগ্ধ পান কেন্দ্রের শুভ উদ্বোধন

বাগাতিপাড়া জামনগর গয়লার ঘোপের অসহায় আনোয়ার কে টিন দিলেন অধ্যাপক শা্হআলম।

মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ
স্টাফ রিপোর্টারঃ- নাটোরের বাগাতিপাড়ার ২নং জামনগর ইউনিয়নের গয়লার ঘোপে, মোঃ শহিদুল ইসলাম বকুল এমপির পক্ষে অসহায় দরিদ্র আনোয়ার হোসেন ওরফে আনুকে এক বান্ডিল টিন বিতরন করেন অধ্যাপক শাহ্আলম।

গত শুক্রবার (৩-৭-২০)ইং তারিখ বিকেল ৫.৩০ মিঃ টিন বিতরন করা হয়।

জানাজায় গরিব ও অসহায় দরিদ্রের পাশে থাকে পিছিয়ে পড়া মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিস্ঠানে নগদ অর্থ,সিমেন্ট, টিউবয়েল, বিভিন্ন গ্রামের যুবক ছেলেদের খেলার জন্য ফুটবল, করনা মোকাবেলার জন্য মাস্ক, বিভিন্ন গ্রামে গ্রামে জিবানু নাসক ইস্প্রে সহ মহামারী করনা ভাইরাস সম্পর্কে সতর্ক করে যাচ্ছেন তিনি।

টিন বিতরনের সময় উপস্থিত ছিলেন, মোঃ সিদ্দক আলি,ওয়ার্ড সভাপতি ২নং জামনগর ইউনিয়ন,মোঃ বাবু ওয়ার্ড সাধারন সম্পাদক জামনগর ইউনিয়ন, মোঃআলমগির হোসেন,জেলা তাঁতিলীগের বানিজ্য বিষক সম্পাদক,মোঃ মেহেদী হাসান,উপজেলা তাঁতিলীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ খাইরুল ইসলাম, সহসভাপতি উপজেলা ছাত্রলীগ,শান্ত,নাইম,ফারুক,এনামুল,বনী,সজিব,প্রমুখ।

সর্ব শেষ তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনাদের পাশে থাকতে পারি।

মোঃ রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার।
নাটোর।

মোবাঃ- ০১৭৪০-৮১৫৫০৬.

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!