April 16, 2021, 3:23 pm
মোঃ নাজমুল হোসেন, দিনাজপুরঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার বীরগঞ্জ পৌরসভার মাকড়াই ০৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকশেদ আলী নিজস্ব অর্থায়নে রবিবার ১২ এপ্রিল ২০২০ ইং খাদ্য বিতরণ করেন। করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন চলছে সারাদেশে । এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে চায়ের দোকানওয়ালা,অটো/সিএনজি ড্রাইভার, দিনমজুর ও নির্মাণ শ্রমিকরা সহ বহু মানুষ। মাকড়াই গ্রামের অনেকে কর্মহীন হয়ে পড়ায় খোজ নেন। পরে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গ্রামের অসহায় মানুষ চাউলের সহযোগিতা পেয়ে আন্দ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের কাছে সহযোগিতা করার অনুরোধ করেন। তা নাহলে দারিদ্রতার জন্য পরিবার কে নিয়ে না খেয়ে থাকতে হবে। এ সময় সমাজ সেবক মোঃ লিটন ইসলাম ও মোঃ মুসা আলী সহ মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। সবাই কে আতংকিত না হয়ে সচেতন থাকতে বলেন এবং ঘরে থাকার অনুরোধ করেন । অসহায় মানুষদের প্রায় ১০০ দুঃস্থ পরিবার দেখে বাড়ি বাড়ি গিয়ে চাউল বিতরণ করেন।