April 11, 2021, 7:19 am
আলমগীর পাঠান, বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃনরসিংদীর বেলাবতে অপহরনের ১ দিন পর গতকাল সোমবার অপহৃত শিশু তাওহীদ(৫) কে উদ্ধার সহ অপহরনকারী মোঃ ওয়াসিম মিয়াকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। পুলিশ ও অপহৃত শিশুর পরিবার সূত্রে জানা যায়,আজ (১০ মে) রবিবার সকালে বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার শিশু ছেলে তাওহীদ কে অপহরন করে তার বাড়ির চাকর ওয়াসিম। পরে ওয়াসিম শিশু তাওহীদকে তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাঁড়া থানার বাহাদুর গ্রামে নিয়ে যায়।
অপহৃত শিশুটির পরিবার তাওহীদকে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে জানতে পারে সকালের দিকে তাদের বাড়ির চাকর ওয়াসিম শিশুটিকে নিয়ে স্থানীয় বাসস্টেন্ডের দিকে যেতে দেখেছে। এসময় অপহরনকারী ওয়াসিমের মোবাইল নাম্বার বন্ধ থাকায় শিশুটির পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে শিশুটির দাদী হাফেজা বেগম ওয়াসীমকে আসামী করে বেলাব থানায় একটি অপহরনের মামলা দায়ের করে। বেলাব থানা মামলা নং-১১(০৫)২০২০। পরে পুলিশ ওয়াসিমের নিজ বাড়ি নেত্রকোনা জেলার আটপাঁড়া উপজেলার বাহাদুরপুর গ্রাম হতে অপহৃত শিশুটি সহ অপহরনকারী ওয়াসিমকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মীর সোহেল রানা বলেন,অপহরকারী ওয়াসিম মুক্তিপণ দাবির উদ্দেশ্যে শিশুটিকে অপহরন করে তার নিজে এলাকা নেত্রকোনায় নিয়ে গিয়েছিল। পরে উন্নত প্রযুক্তির মাধ্যমে অপহরনকারীর অবস্থান জেনে নেত্রকোনা থেকে শিশুটিকে উদ্ধার করা সহ অপহরনকারীকে গ্রেফতার করা হয়।