April 11, 2021, 6:31 am
ইমরান নাজির: মতলব দক্ষিণ উপজেলার পত্রিকা বিলিকারক (হকারদের) মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফাহমিদা হক।১০মে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।করোনা-ভাইরাসের কারনে বেকার হয়ে পড়া মতলব দক্ষিণ উপজেলা সদর ও নারায়ণপুর এলাকার পত্রিকা বিলিকারক (হকারদের) মাঝে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) রবিউল ইসলাম,সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম,মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।