April 13, 2021, 6:59 pm
অন্তর আহম্মেদ স্টাফ রিপোর্টার নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জেরে এক মারামারির ঘটনায় ৪ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। তথ্য নিয়ে জানা যায় গত বৃহস্পতিবার উপজেলার মাতুজাপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে, বেশ কিছুদিন ধরে ঘাতক আলিম উদ্দিন গং এর পরিবারের সাথে জমি সংক্রান্ত এক কলহ ছিল একই গ্রামের এই ঘটনায় মৃত আঃ আজিজের পরিবারের। উক্ত ঘটনায় ঘাতক আলিম উদ্দিন গং এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য সহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায় মৃত আঃ আজিজের উপর। পরে আজিজের পরিবারের লোকজন এতে বাধা দেওয়ায় তাদেরও মারাত্মক ভাবে জখম করেন আলিম উদ্দিন গং সহ তার পরিবারের লোকজন। এতে আঃ আজিজ সহ আরও ৪ জন মারাক্তক ভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের মহাদেবপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু আঃ আজিজের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শুক্রবার তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এ ঘটনায় মৃত আঃ আজিজ উল্লেখিত গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুলেয় জানায় ঘটনার বিষয়ে তিনি অবগত এবং মামলার প্রক্রিয়া চলছে।
অন্তর আহম্মেদ
নওগাঁ ০১৭৪২১৬২৩৫৫