admin
- শনিবার, এপ্রিল ৩, ২০২১ / 125 Time View
স্টাফ রিপোর্টার : মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিককে সহকারি শিক্ষক (গ্রন্হাগার ও তথ্য বিজ্ঞান) হিসেবে সম্মানিত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী এবং শিক্ষা সচিবসহ শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ সহকারি শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে ২ এপ্রিল শুক্রবার ঢাকাস্থ এলিফ্যান্ট রোডের স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টে বাংলাদেশ সহকারি শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সমিতির সভাপতি মো. আখতারুজ্জামান পিনু’র সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর সভাপতি ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর মহাসচিব মো. হামিদুর রহমান তুষার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সহকারি শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। ওই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ড. এবিএম নাসির উদ্দিন, বাযলাদেশ সহকারি শিক্ষক (গ্রন্থাহগার ও তথ্য বিজ্ঞান) সমিতির সহ-সভাপতি মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
error: Content is protected !!