April 17, 2021, 8:07 pm
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক খাদে পড়ে হাফিজুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসমতের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ট্রাকের চাকা ফেটে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই হাফিজুল নিহত হয়। নিহত হাফিজুল উপজেলার হরিরামপুর ইউনিয়নের গোলাভিটা গ্রামের মৃত ছফির উদ্দিন ছেলে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন চন্দ্র রায় সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোঃ ফজলুল হক ভুইয়া