April 17, 2021, 7:39 pm

ময়মনসিংহে ধান কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি:
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ‌ উপজেলার সরিষা ইউনিয়নের বাদাটি গ্রামে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ধান কাটা নিয়ে এক সংঘর্ষে নূরুল হক (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের জনৈক নূরুল ইসলামের সঙ্গে পাশ্ববর্তী মারুয়াখালি গ্রামের সিরাজুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে কলহ বিবাদ চলে আসছে। এ নিয়ে ইতোপূর্বে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়। বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে বুধবার দুপুরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে নূরুল হক (৪০) প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।‌

সংঘর্ষে আহত অন্যরা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মোঃ ফজলুল হক ভুঁইয়া

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!