April 17, 2021, 9:38 pm

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে পিডিবির তারে জাড়িয়ে আনোয়ার হোসেন (৮) নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুর্শ্বাপুর গ্রামে। নিহত শিশু ওই গ্রামের মো: ছাইদুল ইসলামের ছেলে ও কুর্শ্বাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কুর্শ্বাপুর কুড়ার বাজারের নিচে নদীর পাড়ে পিকনিকে আসা নৌকা দেখতে যায় আনোয়ার। এ সময় বাজারের আশরাফ তালুকদারের দোকানের নিচে থাকা পিডিবির আর্থিং তারের সাথে জড়িয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন খোঁজ পেয়ে আনোয়রকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ত্রিশাল সরকারী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
মোঃ ফজলুল হক ভুইয়া

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!