April 16, 2021, 1:53 pm
মানিক মিয়া,নকলা (শেরপুর) প্রতিনিধি : করোনায় লকডাউনের কারণে শেরপুরের নকলায় কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবি মানুষের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে যুব সমাজ কল্যাণ সংস্থা নকলা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, পেঁয়াজ, তেল, নুডুলস, সেমাই, চিনি, গরম মসল্লা, খাওয়ার স্যালাইন ও ম্যাংঙ্গু জোস। এছাড়া প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে রয়েছে ১টি করে কাপড় কাচা ও গায়ে মাখানোর সাবান। খাদ্য সামগ্রী বিতরণের কাজে অংশ নিয়েছে সংস্থার উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলছুম রেনু, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, শিক্ষাবিদ নুরে আলম সিদ্দিকী উৎপল ও যুবলীগ নকলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রন্ঞ্জু। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান লুৎফর রহমান লিখন জানান, কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবি মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য সংস্থার কর্মকর্তাদের নিয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেয়া হচ্ছে এবং করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব সহায়তা চলমান থাকবে বলেও তিনি জানান।