April 11, 2021, 7:53 am
আনোয়ারুল ইসলাম(আনোয়ার)রাজবাড়ি জেলা প্রতিনিধিঃরাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটর এখন করোনার হটস্পট হতে যাচ্ছে কারন রাজবাড়ি জেলায় মোট করোনা ভাইরাসে সংক্রমিত হয় বর্তমান ১৫ জন, যার ৬ জনই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার। দৌলতদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসি’র কর্মকর্তাসহ, মোট আক্রান্ত ৬ জন।বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্ব আজ টালমাটাল।সেদিক থেকে বাংলাদেশর অবস্থান এখানো অনেক ভালো আছে, বলা যায় ঢাকার একমাত্র প্রবেশদ্বার হলো রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন ছোট বড় ২১ টি জেলার মানুষ চলাচল করে।এতে করে সাস্থ্যঝুকি অনেক বেশি হয়ে যায় । আর বিশেষ ঢাকার কলকারখানা খুলে দেওয়ায় চাকরি হারানোর ভয়ে হাজার হাজার মানুষ এখন ঢাকা মুখি হচ্ছে। এদিকে মানা হচ্ছেনা কোন সামাজিক দুরত্ব ।যার কারনে করোনা ভাইরাস সংক্রমন থেকেই যায়।কিছু লোকের সাথে কথা বলে জানা যায়,তারা সবাই জানায়, করোনা ভাইরাস পরিস্থিতি এভাবে ছড়াতে থকলে একসময় ভয়াবহ অবস্থা হতে পারে,তাই তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন,এবং বলেন প্রশাসন একটু কঠোর হলে সামাজিক দুরত্ব বজায় থাকবে যার কারনে করোনা সংক্রমন কম ছড়াতে পারে।