April 14, 2021, 3:51 am
রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনেই পারাপার হচ্ছে প্রতিদিন হাজার হাজার যাত্রী।করোনা ভাইরাস সংক্রমনের তোয়াক্কা না করে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথে পারাপরা হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ।
এদিকে চলমান লকডাউনের কারণে মহাসড়কে গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ থাকায় অটোরিকশা, মাহেন্দ্র, মোটর সাইকেল ও ট্রাকে চরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এসে গাদাগাদি করে জীবনের ঝুকি নিয়ে ফেরিতে উঠতে ও নামতে দেখা গেছে হাজারো যাত্রীদের। এর পাশাপাশি রয়েছে ব্যক্তিগত ছোট ও মাঝারি ধরনের গাড়ির চাপ।গেল কাল থেকেই দৌলতদিয়া ঘাটে মানুষের ভীর ছিলো চোখে পরার মতো।তবে ফেরিতে যাত্রী পারাপারের ক্ষেত্রে ছিলো না কোন বিধি নিষেধ। এছাড়া সামাজিক দুরত্ব নিশ্চিত করতে দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে মাঝে মধ্যে টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর। বিআইডব্লিটিসি কর্মকর্তারা জানান, কর্তিপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জরুরী পণ্যবাহি যানবাহন ও এ্যাম্বুলেন্স পারাপারে সীমিত আকারে ৬ টি ফেরি চলাচল করছে। সেই সুযোগে যাত্রীরা পারাপার হচ্ছে বলে জানান।স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে এভাবে চলতে থাকলে রাজবাড়ীতে ব্যাপকহারে বাড়তে পারে করোন ভাইরাস। তাই আমাদের এখনি সাবধান হওয়া জরুরি।