April 11, 2021, 6:28 am
রাজশাহী প্রতিনিধি: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও রোববার (১০) মে সীমিত পরিসরে সরকারিভাবে দোকানপাট ও শপিংমল খোলার নির্দেশনা থাকলেও খুলছেনা রাজশাহী শহরের দোকানপাট ও মার্কেট।
শনিবার রাতে নগরভবনে আয়োজিত সভায় সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনিসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে শহরের দোকানপাট ও মার্কেট না খোলার সিদ্ধান্ত নেন।
সভায় মেয়র লিটন বলেন, রাজশাহী নগরীর আরডিএ মার্কেট কিংবা কাপড়পট্টির মতো এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়। তাই মার্কেট বন্ধ রাখাই ঠিক হবে।নিজেদের জীবনের স্বার্থে ব্যবসায়ীদের দোকানপাট-মার্কেট না খোলার আহ্বান জানান।
সভা শেষে চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনি বলেন,
রাজশাহীকে ভাল রাখতে যা কিছু করা প্রয়োজন, আমরা সেটাই করবো। আমরা রাজশাহীকে ভাল রাখতে চাই। এজন্য মার্কেট বন্ধ রাখতে হলে রাখবো। কারণ স্বাস্থ্যবিধি মেনে এত বড় মার্কেট চালানো সম্ভব না।তার সাথেই চেম্বারের সবাই একমত হয়েছে