September 23, 2021, 3:44 am

News Headline :
নোয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নৌকার পক্ষে ভোট করায় হামলার অভিযোগ, আহত-৫ চাটখিলে টাকা হারালেন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা ছিনতাইকালে গ্রেফতার-২ দিনাজপুরে ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন দিনাজপুরে নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু দিনাজপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফট ও জেলা লিগ্যাল এইড অফিসে মাতৃদুগ্ধ পান কেন্দ্রের শুভ উদ্বোধন

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ৫ হাজার, মৃত্যু ৭২

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার ব্যক্তি। আর মারা গেছেন ৭২ জন। রোববার (২৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯০ জন। এর মধ্যে শনিবারই নতুন ১৫৮ জন শনাক্ত হয়েছে। এ দিন নওগাঁ ও বগুড়া জেলায় একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। গোটা বিভাগজুড়ে এ পর্যন্ত ৭২ জনের প্রাণহানি ঘটেছে করোনাভাইরাসে।

এর মধ্যে সর্বোচ্চ ৪৮ জন মারা গেছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৭, নওগাঁয় ৫, নাটোরে ১, সিরাজগঞ্জে ৩ এবং পাবনায় ৮ জন মারা গেছেন। শনিবার নতুন শনাক্ত ১৫৮ করোনা রোগীর মধ্যে ৪৪ জন বগুড়ার বাসিন্দা।

এ দিন শুধু জয়পুরহাটে নতুন রোগী শনাক্ত হয়নি। রাজশাহীতে ৩৯, চাঁপাইনবাবগঞ্জে ৫, নাটোরে ৩, নওগাঁয় ৫৭, সিরাজগঞ্জে ৮ এবং পাবনায় ২ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

এ পর্যন্ত বগুড়ায় মোট ২ হাজার ৭২৩, রাজশাহীতে ৫১৩, জয়পুরহাটে ৩২৪, নওগাঁয় ৩৮৪, সিরাজগঞ্জে ৩৬৯, পাবনায় ৪৩০ জন, নাটোরে ১৫৮ এবং চাঁপাইনবাবগঞ্জে ৯৯ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩৩ জন। এর মধ্যে নওগাঁর ২০৫ জন, জয়পুরহাটের ১৩৭ জন, বগুড়ার ৩৫২ জন, নাটোরের ৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৭ জন, রাজশাহীর ৬৮ জন, সিরাজগঞ্জের ১৮ জন এবং পাবনার ৪১ জন করোনামুক্ত হয়েছেন। এখনও হাসপাতালে আছেন ৫৪৭ জন।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!