April 11, 2021, 4:31 pm
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। শুক্রবার বিকেলে সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সহযোগিতায় ৭ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মহসিন আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিকারল ইসলামসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।