April 14, 2021, 4:05 am
রাতের অন্ধকারে আশিকুর রহমান হিমেল ও তার সহযোদ্ধারা মধ্যবিত্ত্বদের বাড়ি গিয়ে খাদ্য সেবা পৌছে দিচ্ছেন , তিনি ও তার সহযোদ্ধারা এপ্রিলের ১তারিখ থেকে ৮তারিখ পর্যন্ত জিল্লুর রহমান জুয়েল এর খাদ্য_সরবরাহ_সেবায় ক্ষুদ্র একটি অংশ হয়ে সমাজের প্রায় ১৫০ মধ্যবিত্ত পরিবারের হাতে খাদ্য সরবরাহ সেবা পৌঁছে দিয়েছেন ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান হিমেল ও তার সহযোদ্ধা তাসনীম আহমেদ, মিজান রহমান, আসিফ ইসলাম, নিকসন ফাহাদ , জিহাদ কামান, আবদুর রাসেল, রবিন, মিসকাত, সাইফ ও অনান্যরা। তারা ব্যক্তি পরিচয় পোপন রেখেই এই সেবাটি দিয়ে গেছেন, ফেইসবুকের মাধ্যমে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে এং এলাকায় এলাকায় ঘুরে প্রকৃত সুবিধাবঞ্চিত মধ্যেবিও্ব দের খুজে বেড় করে এই সেবা দিয়েছেন তার এই সেবা সমাজের বেশ প্রশংসালাভ করেছেন তারা কোন প্রাকার ছবি না তুলে বা ভিডিও না করে মধ্যবিত্ত দের রাতের আধারে নিজ ঠিকানায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।