December 8, 2021, 10:43 pm

News Headline :
আবারও নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান শ্যামল সিদ্দিক ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে বাঁচানো গেল না ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা ৪৩তম কচুয়ার আশ্রাফপুর ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী শামীমের মনোনয়ন পত্র জমা চাঁদপুর জেলার সদর ও ফরিদগঞ্জ উপজেলায় ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় হাতিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১ রাউজানে এক ব্যক্তির পাকা ঘর ও জমি ক্রোকবদ্ধ করে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যজিস্টেট ফুলবাড়ীতে ব্যাংক এশিয়া’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। মৌলিক সাক্ষরতা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিখন কেন্দ্রের উদ্বোধন। উত্তর আলগী ইউনিয়ন নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান কে ফুল দিয়ে বরণ করেন কর্মী সমর্থকরা

রিকশাচালক ও চা দোকানীদের মাঝে নগদ অর্থ দিলেন সাবেক এমপি ওদুদ

চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে থমকে গেছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে খেটে-খাওয়া, অসহায়, দরিদ্র জনগোষ্ঠী। ঘরে থাকা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন। তেমনি ব্যক্তিগত উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কর্মহীন রিকশা চালক ও চা দোকানদারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী সদর উপজেলার মহারাজপুর, বারোঘরিয়াসহ জেলা শহরের বিভিন্ন স্থান ও পুরাতন জেলখানা মোড়স্থ নিজ বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি এসব নগদ অর্থ প্রদান করেন। নগদ অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, উপ-দপ্তর সম্পাদক আবু নাসের পলেন, সদর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সাবেক এমপি আব্দুল ওদুদ সহায়তা নিতে আসা সকলকে সাবান দিয়ে ঘনঘন ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!