April 16, 2021, 3:13 pm
নেত্রকোনা বিশেষ প্রতিনিধি,প্রান্ত চৌধুরীঃ-
নেত্রকোণায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র তৌহিদুল ইসলাম খানের প্রকৃত হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩ মে) দুপুরে দত্ত উচ্চ বিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগনেতা মৃণাল কান্তি ভট্রাচার্জ, রবিউল হাসান শাওন,হিমেল তালুকদার, ফাহিম খানসহ অন্যরা। এসময় বক্তারা বলেন, নিহত তৌহিদুল ইসলাম খানের হত্যাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয় উক্ত মানববন্ধনে।
মানববন্ধন চলাকালীন সময়ে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক ফাহিম রহমান খান পাঠান বলেন, ” লকডাউন- ফগডাউন মানিনা, তৌহিদ হত্যার বিচার চাই “।