August 2, 2021, 1:25 pm

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প শুরু

বি এম সাগর লক্ষ্মীপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা সিএমএস এর উদ্যোগে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ শুরু করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার জেলা শহরের চকবাজার এলাকায় এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
কুমিল্লা ৩৫ ফিল্ড এম্বুলেন্স সিএমএস এর ক্যাপ্টেন ডা: সাকিবুর রহমান বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ওষুধ বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন ১৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর ক্যাপ্টেন মোঃ রাহাত খান। এসময় সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন মোঃ রাহাত খান জানান, ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা ক্যাম্পে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় গরিব দুস্থ নারী-পুরুষদের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। সেনাবাহিনীর ভ্রাম্যমাণ এই স্বাস্থ্য ক্যাম্প থেকে মাইকে করোনা জনসচেতনতা সৃষ্টির প্রচারণাও চালানো হয়। গত ২৫ মার্চ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প শুরু হয়। করোনা প্রতিরোধে প্রতিদিন এ ক্যাম্প চালু থাকবে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বি এম সাগর
লক্ষ্মীপুর

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!