April 14, 2021, 4:25 am
কুতুব উদ্দিন রাজু, চট্টগ্রামঃ
চট্টগ্রাম রাউজান উপজেলায় লেলাংগারা একটি গ্রামে সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে এলাকার সকল সাধারণ জনগণ। গ্রামের জনগণের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোন জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষেধ করা হচ্ছে। জরুরী প্রয়োজনে হাটে-বাজারে যেতে হলে এলাকা যুবকেরা জরুরী সার্ভিস দিবে তাই গ্রামের সকলকেই সোমবার (৬ এপ্রিল) সকাল ৬ টা থেকে পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে গ্রামে ত্যাগ অথবা গ্রাম প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এলাকার যুবকেরা বলেন,করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা হ্যান্ড মাইকিং করছি এবং প্রবেশ মুখে পানি ও সাবান দিয়েছি জরুরী প্রয়োজনে গ্রামে ডুকতে হলে ভালো করে হাত মুখ ধুয়ে প্রবেশ করতে হবে,কেউ যদি তা না মানে তাকে গ্রামে ডুকতে দেয়া হবেনা। তাই সকলকে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য লেলাংগারা গ্রামের সকল সম্মানিত নাগরিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।