April 14, 2021, 4:54 am
শহিদুল ইসলাম, লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণে দেশের মানুষ অনেকটা গৃহবন্দী হয়ে দুঃখ দূর্দশায় দিনাতিপাত করছে, বিশেষকরে এতিম, অসহায় বিধবা ও দিনমজুর যারা দিনে এনে দিনে খায় এধরনের মানুষ বেশী অর্থাভাবের কারণে সমস্যায় পড়ে যায়। অনেকের গৃহে চুলায় আগুন জ্বলছে না।
তার উপরে চলে এসেছে রমজান। রমজানে অসহায় মানুষ সেহরী ও ইফতারের অসুবিধার কথা চিন্তা করে।শাহপীর পোলট্রি ফিড এন্ড ফিস এর স্বত্বাধিকারী,দানবীর, মোহাম্মদ রফিক,এবং মোহাম্মদ সেলিম আপন দুই ভাই অসহায় মানুষের কথা ভেবে লোহাগাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ পরিবারের মাঝে প্রতি প্যাকেটে চাল ১৫ কেজি,পিয়াজ ২ কেজি,,চনা ২ কেজি,এবং ২ কেজি আলু বিতরন করেন।
মোহাম্মাদ সেলিম এবং মোহাম্মদ রফিক লোহাগাড়ার ৯ নং ওয়ার্ডেরর গোল মোহাম্মদ পাড়ার কৃতি সন্তান।সম্পর্কে সহোদর ভাই।এরা জানান প্রতি বছরের ন্যায়,আমরা এ বছর ত্রাণের পরিমাণ বাড়িয়েছি।এলকার অসহায়ের কথা চিন্তা করে।আমরা আমাদের সাধ্যমত এলাকার মানুষের পাশে আছি,সব সময় পাশে থাকবো।দেশের এমন দূর্যোগ মুহুর্তে আমাদেন কোন প্রতিবেশি অনাহারে থাকবে,তা কখনো হতে পারে না।
দেশের এমন পরিস্থিতিতে,লোহাগাড়ার সকল শিল্পপতি,ব্যবসায়ী,ভিত্তবানরা জনপ্রতিনিধির পাশা পাশি, অসহায়দের, সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
কথা বলেছিলাম গোল মোহাম্মদ পাড়ার আরেকজন তরুন সমাজসেবক,উজির ভিটা ষ্টেশনের ব্যবসায়ী জাহেদুল ইসলামের সাথে,দৈনিক আলোকিত সকালকে জানান,মোহাম্মদ সেলিম,গোল মোহাম্মদ পাড়া জামে মসজিদের সহ-সভাপতি,এবং মোহাম্মদ রফিক গোল মোহাম্মদ পাড়া হেফজ ও এতিমখানার কোষাধ্যক্ষ।সহোদর দুই ভাই,এলাকার অসহায়,গরীব দিনমজুর, থেকে শুরু করে,মসজিদ মাদ্রাসা,এবং বিভিন্ন সমাজ সেবা মুলক কাজে সাহায্যে সহযোগিতা করে যাচ্ছেন নিরবে।প্রত্যেক এলাকায় যদি এরকম দুইজন সেলিম রফিক থাকে,কেউ না খেয়ে মরবেনা।