April 13, 2021, 7:36 pm
সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ বিশ্বমহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ আজিজুল ইসলামের ব্যক্তি উদ্যোগে প্রায় ২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে ষোলঘর গ্রামে মোঃ আজিজুল ইসলামের নিজ বাড়িতে (চেয়ারম্যান বাড়ি) এই খাদ্য সামগ্রীর উপহার কর্মসূচির উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ষোলঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যদের কাছে উপহারের খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো হস্তান্তর করা হয়।
ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ আজিজুল ইসলাম বলেন- করোনা মোকাবেলায় দুর্যোগপূর্ণ এই সময়ে নিজ উদ্যোগে ২ হাজার পরিবারের মধ্যে এই খাদ্য উপহার দিচ্ছি। এলাকার কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১টি করে সাবান দেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে।