April 17, 2021, 8:05 pm
সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ বিশ্বমহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে জনপ্রতিনিধি না হয়েও জনগনের পাশে ব্যক্তি উদ্যোগে প্রায় ২শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দিল নুরুজ্জামান বেপারী। সোমবার বিকেলের দিকে নুরুজ্জামান বেপারীর নিজ বাড়িতে এই খাদ্য সামগ্রীর উপহার প্যাকেটিং করে ইউনিয়নে সিংপাড়া, সোনন্ধাদীয়া ও কাননীসা গ্রামে পৌঁছে দেন তিনি।
নুরুজ্জামান বেপারী বলেন- করোনা মোকাবেলায় দুর্যোগপূর্ণ এই সময়ে নিজ উদ্যোগে ইউনিয়নের ৮টি ওয়ার্ডে চারধাপে ১ হাজার ৫শত পরিবারের মধ্যে এই খাদ্য উপহার দিচ্ছি। এলাকার কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্যতেল, ও ১ কেজি ডাল দেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে।