April 14, 2021, 4:52 am
ষ্টাফ রিপোর্টারঃ প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে ছয়গাঁও গ্রামে গৃহবন্দী কর্মহীন পরিবারের মাঝে যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ শেষে ইউপি বিএনপি নেতার ভাই ও স্থানীয় যুবসঙ্গ ক্লাবের সভাপতি তপনের হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ২৬ এপ্রিল রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ইউনিয়নের ছয়গাঁও গ্রামে ৬৫টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে বিতরণকারীদের উপর এ মারধরের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- ছয়গাঁও গ্রামের যুবসঙ্গ ক্লাবের যৌথ উদ্যোগে এ ত্রান বিতরণ করা হয়। ক্লাবের অন্য সদস্যদের সাথে ক্লাবের সভাপতি তপন শেখের মনপোৎ না হওয়া এ হামলার ঘটনা ঘটেছে। জানা যায়- বীরতারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের সভাপতি মোতাহার আলীর ছোট ভাই স¦-ঘোষিত নেতা এই তপন শেখ। আহতারা জানান তপনের বড় ভাই ইউপি বিএনপি নেতা তারই তাপটে তপন যেখানে সেখানে সন্ত্রাসী পানা করেন।
এ মারধরের ঘটনায় সাইজদ্দিন, আল-ইসলাম, দ্বীন-ইসলাম ও আকলিমা বেগমসহ আরোও অনেকেই আহত হয়েছে। আহতরা সকলেই উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা গ্রহণ করে। এ বিষয়ে উভয় পক্ষ শ্রীনগর থানা পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছে।
এ ঘটনাস্থাল পরির্দশনকারী শ্রীনগর থানার এস,আই কাদিরের জানান- উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।