April 11, 2021, 7:11 am
বোরহান উদ্দীনঃকভিড ১৯ সংক্রমনের এই বির্পযয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ব্যতিক্রমধর্মী একটি আয়োজন করেছেন, ওমর গনি এম এস কলেজ এর সাবেক ছাত্রলীগনেতা সালাউদ্দিন, প্রায়ই আজ বাস্তহারা ও ক্ষেতচর এলাকায় ১০০ টি দুঃস্হ পরিবার কে মাছ,টমেটো উপহার দিয়েছেন তিনি।তিনি বলেন অসহায় মানুষের দের পাশে দাড়াতে চেয়েছি এইটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা মাএ।এভাবে যদি সকলে এগিয়ে আসে তাহলে এই সময়ে অসহায় মানুষ গুলা না খেয়ে থাকবেনা।এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগন।।সাবেক এই ছাত্রনেতার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতারা।