July 31, 2021, 10:12 am

News Headline :
নওগাঁয় গভীর রাতে ঘুমন্ত গৃহবধূর গোপনাঙ্গে লাঠির আঘাতের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে! সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিতের রোগ মুক্তি কামনায় ৫ নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাড়ির ছাদে ফলের বাগান করে সফলতা পেয়েছেন পারভিন আক্তার। সুনামগঞ্জ সদর উপজেলার আদার বাজার মুজিব পল্লী পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন সোনামসজিদ মহাসড়কে জনতার হাতে দুই ডাকাত আটক; পুলিশে সোপর্দ প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরন নিঝুম দ্বীপের মানুষের একমাত্র ভরসা কাঠের তৈরি সাকু রাউজানে করোনাকালীন ক্ষতিগ্রস্ত মধ্যে ২য় দফা খাদ্য সামগ্রী বিতরণ করলেন হক কমিটি বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির ইন্তেকাল: দাফন সম্পন্ন নওগাঁয় মোবাইল চুরির অপবাদে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন, আটক ১

সিকিমে করোনা প্রবেশ করতে পারেনি।

ভারতে বাড়ছে করোনা সংক্রমণের ঘটনা। বাড়ছে মৃত্যুও। এমনকি পশ্চিমবঙ্গেও ১১০ জন করোনা সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭ জনের। কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিবেশী ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিমে করোনা প্রবেশ করতে পারেনি। সিকিমের প্রবেশদ্বার এই পশ্চিমবঙ্গ হওয়া সত্ত্বেও ভারতের ৪ শতাংশ মানুষের দেশ সিকিমে এদিন পর্যন্ত কোনও করোনা সংক্রমণের ঘটনা ঘটেনি। আর মৃত্যুও তো প্রশ্নই নেই। কিন্তু কোন যাদুতে সিকিম করোনাকে সীমান্তের আগেই আটকে রেখেছে ? খুব সামান্যই ছিল স্ট্রাটেজিটা।করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন শুরু হওয়ায় প্রথম পর্যায়েই সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন। গত ১৬ মার্চ থেকেই তিনি প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সিকিমে দেশি-বিদেশি পর্যটকদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছিলেন। বন্ধ করে দিয়েছিলেন সিকিমে প্রবেশের সব রাস্তা। সিল করে দেওয়া হয়েছিল সীমান্ত। প্রকৃতপক্ষে ভারত থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল সিকিম নিজেকে। সিকিমের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছিল প্রশাসন। প্রেম সিং জনগণের কাছে খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর আবেদন করেছিলেন। গোটা সিকিম ছিল কার্যত কোয়ারেন্টাইনে। আর তাতেই বাজিমাত করেছে সিকিম। মারণ ভাইরাস করোনা আটকে গিয়েছে উত্তরবঙ্গের সীমানাতেই। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সিকিমের আয়তন, কম ঘনবসতি, সবকিছুই সিকিমকে করোনা সংক্রমণ ঠেকাতে সাহায্য করেছে। সিকিমকে কিছুদিন আগেই বিশ্বের প্রথম অরগ্যানিক রাজ্য হিসেবে ঘোষনা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!