April 17, 2021, 7:52 pm
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক-৫ মে ২০২০: করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার হরিজন সম্প্রদায়ের মানুষসহ পৌরসভার ১২০ জন অস্থায়ী পরিচ্ছন্ন কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (০৫ মে) সকালে পৌর অডিটোরিয়ামে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাৎ, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জহিরুল আলম প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে হরিজন সম্প্রদায় যারা পৌরসভায় কর্মরত আছেন তাদের পাশে সবসময় আছেন পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। এছাড়া আপনারা যারা অস্থায়ীভাবে চাকরি করছেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন পৌর মেয়র। আমরা আশা করি সরকার আপনাদের পাশে দাঁড়াবে। আপনারা যারা বেতন ভাতার জন্য কষ্ট করছেন, ইনশাল্লাহ মেয়র আপনাদের এই মাসেই বেতন দেওয়ার ব্যবস্থা করবে। আপনাদের সবাইকে অনুরোধ জানাই সামাজিক দূরত্ব মেনে চলবেন। নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন।