April 11, 2021, 4:39 pm

হাতীবান্ধায় দুস্থদের পাশে সাংসদপুত্র মাহমুদুল হাসান সোহাগ

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
করোনাভাইরাস পরিস্থিতিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কর্মহীন হওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে মোট ৬০০ পরিবারের মাঝে ৪ ধরনের খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ কর্মহীন মানুষের মাঝে বিতরন করেন তরুণ সমাজসেবক হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
তরুণ সমাজসেবক হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের নিজ অর্থায়নে নিজের উদ্যোগে নিম্নআয়ের অসহায় মানুষগুলোর মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
মাহমুদুল হাসান সোহাগ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি আমার নিজ অর্থায়নে নিজ উদ্যোগে প্রতিনিয়ত দুস্থ মানুষের পাশে গিয়ে দাড়াচ্ছি। আমার এই উদ্যোগ চলমান থাকবে।
এ সময় তিনি আরো বলেন, করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারী নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!