April 16, 2021, 2:06 pm
শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে ফ্রি সবজি ও ইফতার বিতরন করা হয়।
আজ (২৯ এপ্রিল) সকালে পাটগ্রাম উপজেলা টিম ইমার্জেন্সির আয়োজনে জোংড়া ইউনিয়নের সরকারেরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১০০০ পরিবারের মাঝে ১৪ প্রকার ফ্রি সবজি বিতরণ করা হয়। এছারা হাতীবান্ধা উপজেলার ডাউয়াবারী ইউনিয়নে টিম ইমারজেন্সির আয়জনে ১০০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।
হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক মাহমুদুল হাসান সোহাগের অর্থায়নে ও নির্দেশনায় টিম ইমার্জেন্সির সহযোগীতায় এসব বিতরন করা হয়।
মাহমুদুল হাসান সোহাগ বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবিলা করছে। মানুষের পেটে খাবার নেই। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আমার নিজের অর্থায়নে প্রতিনিয়ত আমি গৃহবন্দী শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি ফ্রি সবজি বিতরনো করে যাচ্ছি। করোনা মোকাবিলায় সবাই কে ধৈর্য এবং নিয়ম অনুযায়ী চলাচল করার উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
এ সময় তিনি আরো বলেন, করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারী নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।