April 20, 2021, 8:14 am
স.ম জিয়াউর রহমান : চট্টগ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট কবি, ছড়াকার, গীতিকার, গল্পকার, শিক্ষক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং দেশের খ্যাতিমান সফল প্রতিবন্ধী ব্যক্তিত্ব আফসার উদ্দিন আহমেদ চৌধুরী ৭০তম জন্মদিন আগামী ৩১ ডিসেম্বর।
কবির এই জন্মদিন উপলক্ষে ৩১ ডিসেম্বর বিকেল ৪টায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা ও ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ নানা কর্মসূচির আয়োজন করেছে। এতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাংবাদিক ও সাহিত্যিকগণ বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করবেন।
উক্ত অনুষ্ঠানমালায় সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের এবং সাহিত্যানুরাগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কবির পরিবার ও সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।