April 11, 2021, 3:42 pm
কাজী আবদুল গাফফার নেত্রকোনা সদর উপজেলা প্রতিনিধিঃনেত্রকোনা সদর উপজেলার ১ নং ইউনিয়নের চুচুয়া বাজারে আজ জীবাণুনাশক স্প্রে করলো শিশু ছায়া নামক সংগঠন। করোনা ভাইরাস এর শুরুর লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।আজ তারা চুচুয়া বাজার এবং তার আশপাশ এলাকায় জীবাণুনাশক স্প্রে করে। জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি জনসচেতনতা মূলক কথা বলে এবং লিফলেট বিতরণ করে। বাজারের এক প্রান্ত থেকে তারা স্প্রে করার কাজ এবং লিফলেট বিতরণের কাজ শুরু করে। ক্রমে ক্রমে তারা পুরো বাজারে এবং তার আশপাশ এলাকায় স্প্রে করে। এভাবেই জনসচেতনতাই কাজ করছে এই সংগঠনটি।