মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ থেকেঃ
কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করার জন্য চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেছে।
মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের পৌরকার্যালয় এলাকায় সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার এই অভিযান পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৮৬০ সালের ২৬৯ ধারায় ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯৫০ টাকা জরিমানা করেন।
এছাড়া লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালানোয় বিভিন্নজনকে সর্তক করে দেন।
এছাড়া আগেরদিন সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১টি মামলা দায়ের করে ১হাজার ৭শত টাকা জরিমানা করেন। এবং জনসচেতনতা স্বার্থে একই সাথে তিনি জনগণকে মাস্ক ব্যবহার বিষয়ে অাহব্বান জানান।