Breaking News
Home / সমগ্র দেশ / চট্টগ্রাম বিভাগ / চাঁদপুর / ফরিদগঞ্জে  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  কোরঅানে হাফেজ এক মাদ্রাসা  শিক্ষার্থীর  মৃত্যু

ফরিদগঞ্জে  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  কোরঅানে হাফেজ এক মাদ্রাসা  শিক্ষার্থীর  মৃত্যু

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ থেকেঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ নাদিম হোসেন (১৬)নামে কোরঅানে হাফেজ এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে  উপজেলার ২ নং বালীথুবা  ইউনিয়নের সানকিসাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম হোসেন রাজমেস্তরী মুহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, এ দিন বিকেলে  পাশ্ববর্তী বাড়ীতে খেলছিল নাদিম। এক পর্যায়ে ঐ বাড়ীর জাহাঙ্গীরের পাকঘরে অটোরিক্সার  তার লাগাতে  গিয়ে বৈদ্যুৎতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। নাদিমের পরিবার খবর পেয়ে তাকে বালীথুবা পল্লী চিকিৎসক ডাঃ হারুন অর রশিদের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহতের বাবা মুহাম্মদ হোসেন জানান, তার ছেলে ঢাকা সাইনকোর্ড মিফতাহুল উলুম একটি কওমি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসা ছুটি হওয়ায় গত কয়েক দিন আগে গ্রামের বাড়িতে আসছে। খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত নাদিমের  এ মৃত্যুতে তার পরিবারে ও স্বজনদের মাঝে এক শোকের ছাঁয়া নেমে অাসে।

Check Also

মতলব উত্তরে বসতঘর পুড়ে ছাই

মো.নাঈম মিয়াজী, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মৃত …

Powered by themekiller.com