নিউজ ডেস্কঃ
সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন ইরাকের একটি আদালত। মার্কিন ড্রোন হামলায় নিহত ইরাকি কমান্ডার আবু মেহদি আল মুহানদিসকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই নির্দেশ দেয়া হয়। আলজাজিরার এ খবর জানিয়েছে।
ইরাকের দণ্ডবিধির ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পূর্ব বাগদাদের একটি আদালত। এই ধারা অনুযায়ী পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ প্রমাণিত হলে তার সাজা মৃত্যুদণ্ড নির্দেশ দিতে গিয়ে ইরাকের আদালত জানিয়েছে, ইতোমধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। কিন্তু অপরাধীদের মুখোশ খুলে দিতে তদন্ত চলছে। ইরাকের নাগরিক হোন বা বিদেশি, কাউকেই রেহায় দেওয়া হবে না বলেও জানানো হয়।