কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে পড়ে থাকা এক মৃত নবজাতককে ক্ষতবিক্ষত অবস্থায় কুকুর টানাহেঁচড়া করতে দেখা গেছে। ওই নবজাতকের মাথা ছাড়া কোন অংশ দেখা যাচ্ছে না। কুকুরের কামড়ের কারণে শুধু হাঁড়গুলো দৃশ্যমান। কে বা কারা শিশুটিকে রেখে গেছে তা জানা যায়নি।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টার দিকে কুকুরের টানাহেঁচড়া করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উপজেলার উত্তর চরলরেঞ্চ পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে ওড়না কম্বল মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে আছে।