April 14, 2021, 4:13 am
শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
করোনাভাইরাস পরিস্থিতিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কর্মহীন হওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে বিতরন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।
রফিকুল ইসলামের নিজ অর্থায়নে নিম্নআয়ের অসহায় মানুষগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি আমার নিজ অর্থায়নে নিজ উদ্যোগে প্রতিনিয়ত দুস্থ মানুষের পাশে গিয়ে দাড়াচ্ছি। আমার এই উদ্যোগ চলমান থাকবে।
এ সময় তিনি আরো বলেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালামনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশ অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।