অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
অদ্য ৩০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ এর সভানেত্রী নূর জান্নাতুল ফেরদৌস এর আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সভানেত্রীকে ফুলের শুভেচ্ছা৷ জানান নওগাঁ পুনাক এর নেতৃবৃন্দ সহ অন্যান্য সদস্যগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ও পুনাক, নওগাঁ এর উপদেষ্টা জনাব মুহাম্মদ রাশিদুল হক। পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুনাকের কাঠামোগত উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও তাদের সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন।