পিরোজপুর প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০২সেপ্টম্বর) আছর নামাজবাদ পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পিরোজপুর সদর উপজেলা যুবলীগের আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ মাসুদ আহম্মেদ রানা, সদর উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সৌরভ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ সাবেক জিএস মেজবাউদ্দিন সাবু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: ফরিদ হাওলাদার সহ সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো: জুবায়ের।
পিরোজপুর প্রতিনিধি।