পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে -পুলিশ সুপার মিলন মাহমুদ

 

স্টাফ রিপোটার -চাঁদপুর শহরের পুরানবাজারে সর্বপ্রথম নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে মন্দির পরিদর্শনকালে চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, চাঁদপুরে ২২০টি পূজামন্ডপে শান্তিপূর্ন পরিবেশে পালিত পূজা হচ্ছে। পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। তারপরও প্রাপ্তি হচ্ছে এর মধ্য ২ টি পূজামন্ডপ বেড়েছে। আমাদের নিরাপত্তার কোন ঘাটতি নেই, পূজারও যেন কোন ঘাটতি না থাকে। পূজাটি সকলের সহযোগীতায় আমরা সফলভাবে সমাপ্ত করবো এ প্রত্যাশা করছি।

আরো বক্তব্য রাখেন চাঁদপুর পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুল আলম, এনএসআই উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদিপ্ত রায়।

চাঁদপুর পুনাক অধ্যক্ষ শিপ্রা সাহার পরিচালনায় এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সুজন বড়ুয়া, নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল আলম, নিতাইগঞ্জ সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব সাহা, সাধারণ সম্পাদক আশিষ দেবনাথসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা পরিদর্শনে আসলে পূজা কমিটির পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে পুরানবাজার প্রভাতী সর্বজনীন দুর্গোৎসব কমিটির মন্দির পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৯:১৪)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০