শহিদুল ইসলাম সুইট, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের দমদমা দত্তপাড়া দূর্গা মন্দির কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ৯টা হতে শুরু হয় মেডিকেল ক্যাম্প। প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়।
ডাঃ শান্তনু কুমার সাহা’র সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা দেন, ডাঃ বর্ণালী তালুকদার, ডাঃ সনদ ঘোষ, ডাঃ শাহজালাল সরকার, ডাঃ এম কে সরকার প্রমুখ।
উদ্দোক্তা ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দূর্গা পূজায় আমরা বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে থাকি। এটা আমাদের ১৪তম অধিবেশন। আমরা সবসময় সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।