শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি॥
রাউজানে পানিতে ডুবে মো. তাহমিদ হোসেন তাজিম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাগতিয়া মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাহমিদ হোসেন তাজিম ওই গ্রামের সৈয়দ বাড়ির মো. মারুফের একমাত্র পুত্র সন্তান।জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় শিশু তাজিম। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে এক সময় বাড়ির পেছনের পুকুরে তার দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছে
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাসুদ।